নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে বাচ্চু চৌধুরী ( ৬০) এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত বাচ্চু চৌধুরী শোলপুর গ্রামের রোস্তম চৌধুরীর ছেলে। ২৯ নভেম্বর সকালে সিংগাশোলপুর ইউনিয়নের বিধানের মোড়ে এ ঘটনা ঘটেছে।
মারাত্মক আহত অবস্থায় বাচ্চু চৌধুরীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার স্ত্রী শীরিনা বেগম বলেন, আমার স্বামী আওয়ামী লীগের সদর উপজেলার শাখার সহ- সভাপতি। শুপারি বিক্রি করতে বিধানের মোড়ে পৌছালে লিটনের দোকানের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে চিহ্নিত জামাত বিএনপি নেতাকর্মীরা । মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাশোলপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
সদর থানার ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।