চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র দিকনির্দেশনায় মোঃ মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা, চুয়াডাঙ্গার দিকনির্দেশনায় এসআই(নিঃ)মোঃ মাসুম বেল্লা, এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামান সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা পৌরসভাধীন হাটকালুগঞ্জ সাকিনস্থ জনৈক মোঃ হাসেম আলী, পিতা-মৃত পুটে মন্ডল, সাং-হাটকালুগঞ্জ, থানা ও জেলা- চুয়াডাঙ্গার বসতবাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে অভিযান পরিচালনা করে গত ২৬ নভেম্বর বেলা ১২টা ৩০ মিনিটে বর্ণিত আসামীদের হেফাজত থেকে ০৩(তিন)টি চোরাই গরু উদ্ধার করেন। এসংক্রান্তে চুয়াডাঙ্গা থানার মামলা মামলা নং-২১, তারিখ- ২৬/১১/২০২৩খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীঃ
১। মোঃ মামুন (২৯), পিতা- মোঃ তোতা মিয়া, সাং-উজিরপুর, থানা- দামুড়হুদা, এ/পি সাং-শ্বশুর মোঃ হাসেম আলী, পিতা- মৃত পুটে মন্ডল, সাং- হাটকালুগঞ্জ, থানা ও জেলা- চুয়াডাঙ্গা।
২। মোঃ শাহিন হোসেন (৩৫), পিতা-আব্দুল কুদ্দুস, সাং-দশমী, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা।
উদ্ধারকৃত আলামতঃ
(ক) ০১ (এক) টি কালো রংয়ের গাভী গরু, যাহার কপালে গোলাকার সাদা লোম আছে,যাহার ০২ টি শিং আছে, শিং দুইটি লম্বা অনুমান ৫ ইঞ্চি(বাকা অবস্থায়), মূল্য অনুমান ১,০০,০০০(এক লক্ষ) টাকা।
(খ) ০১(এক) টি কালো রংয়ের বকনা গরু, যাহার ০২ টি শিং আছে, শিং ০২ টি লম্বা অনুমান ২ ইঞ্চি, মূল্য অনুমান ৭০,০০০/-(সত্তর) হাজার টাকা।
(গ)০১(এক) টি কালো রংয়ের বকনা বাছুর, যাহার মূল্য অনুমান ৪০,০০০/- টাকা, সর্বমোট মূল্য ২,১০,০০০/-(দুই লক্ষ দশ হাজার) টাকা।