শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এ প্রজন্মের সংগীতশিল্পী অবন্তি সিঁথি। গায়িকার হবু বরের নাম অমিত দে। তিনি বর্তমানে যুক্তরাজ্যের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
বিয়ে প্রসঙ্গে অবন্তি বলেন, অমিতের সঙ্গে গত সাত-আট মাস আগে পরিচয় হয় আমার। সে-ও খুব ভালো গান করে। একসঙ্গে একটি গান করতে গিয়েই আমাদের পরিচয় হয়েছে। যদিও সেই গানটি আর শেষ করা হয়নি। তবে গানটা শেষ না হলেও কিন্তু আমাদের বিয়েটা হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
অবন্তি আরও বলেন, আমাদের বিয়ের পুরো আয়োজন পারিবারিকভাবেই হচ্ছে। দুই পরিবার বিয়ে পূর্ববর্তী যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন। গত আগস্টে আমার আশীর্বাদ হয়েছে।
জানা গেছে, অবন্তির হবু বর লন্ডনে অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা শেষ করে একটি ফাইন্যান্স ফার্মে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি ভালো গান করেন অমিত। এ ছাড়া খুব ভালো কিবোর্ড ও পিয়ানোও বাজাতে পারেন তিনি। লন্ডনে বসবাস করলেও অমিতের গ্রামের বাড়ি সিলেটে।