মঙ্গলবার ১৭ মে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই আনোয়ার সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানার গাজিপুর থেকে ১শ ১১ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ আব্দুল (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হন।
মাদক কারবারি মোঃ আব্দুল শ্রীমঙ্গল থানার গাজীপুর গ্রামের নুর মিয়ার ছেলে।
সে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতো বলে অভিযোগ রয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন, শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।