সম্মানিত পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে প্রণোদনামূলক আর্থিক পুরস্কার প্রদান করেন।
চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, ১৯কেজি ৯৯৮ গ্রাম ভারতীয় রুপা জব্দ, চোরাই ০৪টি মোটরসাইকেল উদ্ধার, ০৬(ছয়) টি ক্যাটাগরিতে জেলা পুলিশ, চুয়াডাঙ্গা প্রণোদনামূলক আর্থিক পুরস্কারে মনোনিত হয়।
সম্মানিত আইজিপি মহোদয় কর্তৃক প্রণোদনামূলক আর্থিক পুরস্কার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ২৬.১১.২০২৩ খ্রিঃ বেলা ১২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।