আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর মধ্যে নড়াইল-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন-বর্তমান সংসদ সদস্য মাশরাফি বীন মোর্তজা ।
জনপ্রিয় এই নেতার মনোনয়ন পাওয়ার খবরে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলের নেতা কর্মীরা।
সদরের মুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিপুল সিকদারের নেতৃত্বে মুলিয়া বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এসময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও তৃণমূল আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।