চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা গত ১৭ নভেম্বর জেলা পুলিশ, চুয়াডাঙ্গার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
চুয়াডাঙ্গার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলিশ সুপারের কার্যালয় অফিসকক্ষে ২৫ নভেম্বর ১২ টার সনয় পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
পুলিশ সুপার এই সময় বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। আবহমানকাল থেকেই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। কোন অপশক্তি এই বন্ধনকে ছিন্ন করতে পারবে না। তিনি উপস্থিত পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন।
পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সম্প্রীতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার পক্ষ থেকে নিজেদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে সদা প্রস্তুত থাকবেন মর্মে আশ্বস্ত করেন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা, আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; চুয়াডাঙ্গাসহ বাংলাদেশ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
এ জাতীয় আরো খবর ....