রাজধানীর মগবাজার ফ্লাইওভার ও মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাতে একাধিক ককটেল বিস্ফোরিত হয়। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন। অন্যদিকে, ককটেল বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সড়কে সাধারণ মানুষের চলাচল কম দেখা গেছে।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ষষ্ঠ দফায় বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো।