চুয়াডাঙ্গা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অদ্য ২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় পুলিশ লাইন্স ড্রিলশেডে ফোর্সের জন্য আনন্দ আয়োজন ‘বাঁধন হারা’ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
উক্ত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশ, স্থানীয় শিল্পি এবং কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন ও কবিতা কবিতা আবৃত্তি করেন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নবাগত পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার সকল ইউনিটে কর্মরত সকল অফিসার ফোর্সের অংশগ্রহণে একযোগে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা। আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গা; ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ওলিউজ্জামান টিআই প্রশাসন ট্রাফিক বিভাগ চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স।