চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা গত ১৭ নভেম্বর জেলা পুলিশ চুয়াডাঙ্গার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান,পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ২১নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্যদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি মূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানকে ধারণ করে পুলিশ ও জনগণের মাঝে পারস্পরিক আস্থা, বিশ্বাস, শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধির প্রয়াসে এবং অপরাধ প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ, উদ্যোগী ও সচেতন করে পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও সেবাধর্মী করে অংশীদারিত্বমূলক কমিউনিটি পুলিশিং দর্শন আজ সর্বজনবিদিত।
জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে ওঠা এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সমস্যা সমাধানে রচনা করে এক অভূতপূর্ব সাফল্যের সোপান।
পরিশেষে অপরাধ দমন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে তিনি কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দের মাধ্যমে সকলের নিকট পুলিশ সুপারের বার্তা পৌঁছে দেওয়ার আহব্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),চুয়াডাঙ্গার সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), চুয়াডাঙ্গা আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গাসহ কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর ....