রাজশাহীর পুঠিয়ায় হরতাল সমর্থকদের ছোড়া পেট্রোলবোমায় একটি বাস পুড়ল। রোববার রাত্রি সাড়ে ৯টার দিকে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় বাসে চালক ও হেলপার ছাড়া কোন যাত্রী ছিলো না। বাসটি যাত্রী নামিয়ে দিয়ে নাটোর যাচ্ছিল পথে মধ্যে এঘটনা ঘটেছে।
এ বিষয়ে পুঠিয়া থানার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, একটি বেসরকারি কোম্পানির শ্রমিকদের নিয়ে (রিজার্ভ ভাড়া) বাসটি নাটোর থেকে বাগমারা উপজেলার তাহেরপুর যায়। সেখানে শ্রমিকদের নামিয়ে দিয়ে নাটোর ফিরছিল। পথে ধোপাপাড়া ফিট মিলের পাশে চলন্তবাসে পেট্রোল বোমা ছুঁড়ে পালিয়ে যায় হরতাল সমর্থকরা। এতে বাসে আগুন লেগে যায়।
এ সময় আগুন দেখে বাস থামিয়ে দ্রুত নেমে যান চালক ও তার সহযোগী। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাসে প্রায় অর্ধেক পুড়ে যায়।
ওসি আরও বলেন, ৮/১০ জন হরতাল সমর্থক গিয়ে এ নাশকতার ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে বাস মালিক মামলা করবেন।