বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিন ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সকালে অবরোধের পক্ষে তারা এ মিছিল করে।
সকাল সাতটার দিকে মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।
এদিকে একই সময়ে মহাসড়কের ভাটবাউর এলাকায় মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান ও সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুর রহমান রাকিব।
এ সময় তারা শান্তিপূর্ণ অবরোধ সফল করতে নানা ধরনের স্লোগান দেন।