“সবকিছু হারিয়ে আপনাদের মাঝে এসেছি। আমার আর হারাবার কিছু নেই। বাংলার দুঃখী মানুষের সেবায় আমি আমার এ জীবন দান করতে চাই” এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আঃলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭ মে) সকাল ১০টায় উপজেলা আঃলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে আনন্দ র্যালী বের হয়।
আনন্দ র্যালীতে উপজেলা আঃলীগ, যুবলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীদের উপস্থিতিতে র্যালীটি বের হয়ে
শ্রীনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলানায়তনে এসে শেষ হয়।
উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃতোফাজ্জল হোসেনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আঃলীগের সিনিঃসহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া, সাংগঠিক সম্পাদক আলী আক্কাস মৃধা জীবন, যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, যুগ্ম সাধারন সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সদরের সভাপতি আলমাস, সাঃ সম্পাদক সিরাজুল ইসলাম,বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল,যুবলীগ নেতা,শামীম হোসেন,জনেট, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহসিন রেজাসহ আঃলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর ....