যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যানকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করেন। তবে সুয়েলা ব্রাভারম্যানকে বরখাস্তের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
একাধিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি বিস্তৃত রদবদলের অংশ হিসেবে ব্রাভারম্যান বরখাস্ত হয়েছেন।
গত শনিবার লন্ডনে ফিলিস্তিনিপন্থি একটি বড় বিক্ষোভ মিছিলে পুলিশের দায়িত্ব পালন নিয়ে সমালোচনা করেছিলেন ব্রাভারম্যান। তিনি ওই বিক্ষোভকে ‘বিদ্বেষমূলক মিছিল’ বলেও মন্তব্য করেন। যার জেরে লন্ডনে উত্তেজনা আরো বৃদ্ধি পায়।
এরপরই বিরোধী দলের আইনপ্রণেতারা, এমনকি সুনাকের নিজের দল কনজারভেটিভ পার্টির সদস্যদের কাছ থেকেও ব্রাভারম্যানকে সরিয়ে দেওয়ার চাপ আসে এবং প্রধানমন্ত্রী তাকে ‘সরকার ত্যাগ করতে’ বলেন বলে জানান ওই কর্মকর্তা। ব্রাভারম্যান তা মেনে নিয়ে সরে যাচ্ছেন বলে জানা গেছে।