নড়াইলে একটি মাদক মামলায় তিন মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১২ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহিদা বেগম (৪০) যশোর জেলার চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে ও ফাতেমা বেগম (৩৮) একই এলাকার মৃত মওলা বক্করের মেয়ে। অপর পলাতক আসামি পেয়ারা বেগম (৪০) গোপালগঞ্জ জেলার নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে।
মামলার বিবরণে জানা যায়, লোহাগড়া থানার মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে ২০১১ সালের ১২ অক্টোবর বিকেলে লোহাগড়ার জয়পুর খেয়া ঘাটে পারাপারের সময় তল্লাশিকালে শাহিদার বিশেষভাবে ওড়নায় মোড়ানো ৪০ বোতল, আসামি ফাতেমার কোমরে বিশেষ কায়দায় থাকা ২৫ বোতল ও আসামি পেয়ারা বেগমের কাছে থাকা ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এ এস আই মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহগড়া থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শাহিদা বেগম, ফাতেমা বেগম, পলাতক আসামি পেয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।