দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু নাটকে নয়, চলচ্চিত্রেও নজর কাড়েন জাহিদ। নিয়মিত অভিনয় করছেন বিভিন্ন নাটকে। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
অসুস্থ হওয়ার কারণে কিছুদিন ধরেই বিশ্রামে রয়েছেন জাহিদ। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, অসুস্থতার কারণে শুটিং থেকেও দূরে তিনি। দিনকয়েক আগে এ প্রসঙ্গে তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই শরীর ভালো নেই। ঠাণ্ডা লেগেছে। কিছুই ভালো লাগছে না।
তিনি আরও বলেন, বর্তমানে বাসাতেই আছি। বিশ্রাম নিচ্ছি। শুটিংও করছি না। সুস্থ হওয়ার পর আবার কাজ শুরু করব।
তবে আগের চেয়ে এখন অনেকটা সুস্থ বলে জানিয়েছেন এই অভিনেতা। তবে বিশ্রামে থাকবেন আরও কিছুদিন।
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও খ্যাতিও রয়েছে জাহিদ হাসানের। কিন্তু নতুন কাজ কিংবা পরিচালনা নিয়ে নতুন কোনো তথ্য প্রকাশ করেননি এই অভিনেতা।