সাজাপ্রাপ্ত আসামী মোঃ নজরুল ইসলাম শ্রীমঙ্গল থানার মহাজিরাবাদ এলাকার মৃত গোফরান মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার বলেন, শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে চার বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।