সিরাজগঞ্জের কামারখন্দে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় ট্রাকচালক সুস্থ আছেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীদের সূত্রে জানা যায়, ট্রাকের চালক ট্রাকটিতে গরুর খাবার নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আবদুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐলে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।