বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে ওয়ানডে দলে ফিরেছেন বেন স্টোকস। তবে মেগা এই আসরে হাসছিল না তার ব্যাট। যে কারণে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ফেলেছে। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার মিশনে দুর্দান্ত শতক হাঁকালেন স্টোকস। বিশ্বকাপে তার প্রথম সেঞ্চুরিতে ভর করে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় পুঁজি পেয়েছে ইল্যান্ড।
পুনেতে বুধবার (৮ নভেম্বর) ভারত বিশ্বকাপের ৪০তম ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করেছে ইংলিশরা।