পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ নভেম্বর) বান্দরবানের রুমা উপজেলায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে নয় সদস্য ও কেএনএফের পাঁচ সদস্য অংশ নেন। এ ছাড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা যায়, বেলা ১১টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর ১টা ৩০ মিনিটে। বৈঠকে সাংবাদিককের প্রবেশের কোনো সুযোগ দেয়া হয়নি।
এর আগে কেএনএফ ও শান্তি প্রতিষ্ঠা কমিটির প্রথম বৈঠক ঘিরে মুনলাইপাড়ায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবিসহ মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।
যদিও অনেকবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপক্ষের বৈঠক হলেও সরাসরি এটিই প্রথম বৈঠক। বৈঠকে কেএনএফের পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। সেগুলো নিয়ে উভয়পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয়।
আগামী ডিসেম্বর মাসে দ্বিতীয় বৈঠক করার মধ্য দিয়ে পাহাড়ে শান্তি ফেরানোর আশাবাদ ব্যক্ত করেন শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লা।তিনি জানান, প্রথম বৈঠক সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা দুই পক্ষই সন্তুষ্ট।আজকে বৈঠকে যা হলো তা আমরা সরকারকে জানাব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।
উল্লেখ্য, পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ তাদের সন্ত্রাসী তৎপরতায় শান্ত পাহাড়ি জনপদকে অশান্ত করে তুলেছে। এই পরিস্থিতিতে সেখানে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মূল সদর দপ্তরসহ অনেক আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ছড়িয়ে-ছিটিয়ে যাওয়া কেএনএফের সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে গত ২২ জুন ১৮ সদস্যবিশিষ্ট শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়।