1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি  যোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে কর্মী সভা গাইবান্ধায় মাদক বিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত গাইবান্ধার পলাশবাড়ীতে আখ চাষিরা গুড় তৈরিতে ব্যস্ত মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য  মারুফ’র মৃত্যুতে মহাসচিব এর শোকবার্তা চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন মৌলভীবাজারে  পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্পাসডাঙ্গায় লংকাবাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে  কম্বল বিতরণ   মৌলভীবাজারে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

ঋণ দেয়ার কথা বলে ৫শ কোটি টাকা হাতিয়ে নিয়েও মহা প্রতারক মোবারক হোসেন এখনো ধরাছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ বার নিউজটি পড়া হয়েছে

হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েও সেই চিহ্নিত প্রতারক মোবারক হোসেন এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। বিভিন্ন সময় সাধারণ ব্যবসায়ী ও জনসাধারণকে লোন দেয়ার কথা বলে তিনি এই মহা প্রতারণার ফাঁদ পাতেন বলে ভূক্তভোগীদের অভিযোগ।

 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানা কোর্টে এই প্রতারক মোবারক হোসেনের নামে অসংখ্য জিডি ও মামলা থাকলেও প্রতারক রয়েছে ধরাছোঁয়ার বাইরে। বরং সে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কথিত মাল্টি ন্যাশনাল ও কো: অপারেটিভ নামে কথিত আর্থিক প্রতিষ্ঠান করে আমজনতাকে সর্বশান্ত করে নিজে বনে গেছেন হাজার কোটি টাকার মালিক। আর এসব টাকার সিংহ ভাগ টাকা হুন্ডির মাধ্যমে দুবাইতে পাচার করে দিয়ে করছেন রকমারী ব্যবসা।

 

নিউ স্ট্যান্ডার্ড ফাইনান্স এন্ড কমার্স এম.সি.এস.লি: ও আজমেরী ট্রেড ইন্টারন্যাশনাল সহ মোট ১৫ টি ভুয়া সমিতি ও মাল্টিপারপাস খুলে লোন দেওয়ার নাম করে রাজধানীতে এই চিহ্নিত প্রতারক চক্র লুটে নিয়েছে হাজার কোটি টাকা। এছাড়া নারায়ণগঞ্জ উকিলপাড়া, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সে পেতেছে অফিস নামের ফাঁদ। সম্প্রতি রংপুরেও অফিস খুলে শুরু করেছেন ধান্দাফিকির।

 

এই মহা প্রতারক চক্রের প্রধান মো: মোবারক হোসেন, ভিজিটিং কার্ডে ও ওই ভুয়া কোম্পানির যাবতীয় কাগজপত্রে তিনি ম্যানেজিং ডিরেক্টর। এই মোবারক হোসেন থাকেন ধানমন্ডিতে, আর প্রতারণামূলক ধান্দা চালাচ্ছেন রাজধানির বনানী ও পল্টন থেকে। পাশাপাশি সুনামগঞ্জ ও নারায়ণগঞ্জ উকিলপাড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে তার এই ভূয়া মাল্টি পারপাস অফিস খোলা আছে। এই প্রতারক মোবারক হোসেনের ভোটার আইডি কার্ড নং ৩৭১৯৪৫৮৬৩৪, জন্ম তারিখ ২৬শে নভেম্বর ১৯৭৯, পিতার নাম: আব্দুল আজিজ ভুইয়া, মায়ের নাম মোছা: ছালেহা বেগম।

 

তার প্রতারনার হাতেখড়ি হয় ব্রাহ্মণবাড়ীয়া থেকে। সেখান থেকে সে কোটি কেটি টাকা লুটে পালিয়ে যায় দুবাইতে। আর ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত ঢুকতে পারেনি ব্রাহ্মণবাড়ীয়াতে। এই প্রতারনার জন্য তার বিরুদ্ধে দুদুকে ২০০ কোটি টাকার মামলা হয়। তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় দুদকের আবেদনের পর বাংলাদেশ ব্যাংক তার বেশ কয়েকটি একাউন্ট জব্দ করে। যেগুলো এখনো ফ্রিজ হয়ে আছে। মামলা বিচারাধীন থাকায় সেই টাকা এখনো উদ্ধার করতে পারেনি প্রতারক মোবারক হোসেন।

 

বর্তমানে তার প্রতারনামূলক অফিসের বনানীর ঠিকানা: প্লট নং ৩১, রোড-০৬, ব্লক-সি, বনানী ঢাকা। সে বিভিন্ন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পরিচয় ব্যবহারের পাশাপাশি জাতীয় দৈনিক নবজীবন পত্রিকার নির্বাহী সম্পাদক পরিচয় দিয়ে গাড়ীতে পত্রিকার স্টিকার লাগিয়ে বীরদর্পে দাপিয়ে বেড়ায় গোটা দেশে। যদিও গত সপ্তাতে ওই নবজীবন পত্রিকার প্রকাশক সম্পাদক নুরুন নাহার রিতা এই প্রতিবেদককে বলেন সে আমাকে কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে ১টি ব্লাঙ্ক চেক নিয়ে আমার সাথে প্রতারণামূলক জিম্মি করে মামলার ভয় দেখিয়ে সে আমারে কাছ থেকে কৌশলে নির্বাহী সম্পাদক পদ হাতিয়ে নেয় । তবে বর্তমানে তার সব প্রতারণা আমার কাছে স্পষ্ট হয়ে গেলে আমি তার পিআইডি কার্ড, পত্রিকার কার্ড বাতিল করে তাকে বহিস্কার করেছি। এছাড়া আমি থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।

 

সর্বশেষ এই প্রতারক মোবারক হোসেন ১২, পুরানো পল্টন, এল মল্লিক কমপ্লেক্স (৮ম তলা) ঢাকা -১০০০ এই ঠিকানায় চোখ ধাঁধানো সাইনবোর্ড আর বিলাসবহুল ডেকোরেশনের অন্তরালে “ নিউ স্ট্যান্ডার্ড ফাইনান্স এন্ড কমার্স এম.সি,এস.লি: নাম দিয়ে ব্যাংকের আদলে অফিস গড়ে তুলে প্রতারণার ব্যবসা পাকাপোক্ত করেছে। যদিও এই অফিস কখনো খোলা থাকেনা। ইদানিং আবার প্রতারণার জাল বিস্তার করতে বেছে নিয়েছে নারায়ণগঞ্জ শহরকে। সেখানে একই আদলে উকিল পাড়ায় অফিস খুলে সাধারণ মানুষকে সর্বশান্ত করার মিশনে নেমেছে।

 

হোটেল ইন্টার কন্টিনেন্টালসহ নামি দামি হোটেলে বিভিন্ন সভা সেমিনার ও আলোচনা সভা করে সাধারণ ব্যবসায়ীদের চোখ ধাঁদিয়ে দিয়ে প্রতারণার পথ প্রশস্ত করে এই মোবারক হোসেন চক্র। তার সার্বিক সহযোগিতায় ৫০/৬০ জন মহা প্রতারক কাজ করে সারা দেশের বড় বড় বিভাগীয় শহর ও নামি দামি জেলাগুলোতে। ‍লোন নিতে ইচ্ছুক ব্যবসায়ীদের অফিসে ডেকে তারা প্রথমে ১২শ টাকা জমা নিয়ে প্রথমে সদস্য করে। এরপর বলে প্রতি কোটি লোনের জন্য আপনার বইতে ২০ লাখ টাকা সঞ্চয় জমা থাকতে হবে। এছাড়া কেউ যদি জরুরী ভিত্তিতে লোন নিতে চায় তাহলে জরুরী ভিত্তির সার্ভিস চার্জ এর নাম করে আরও ১ লাখ টাকা হাতিয়ে নেয় এই মোবারক চক্র। এসব টাকা হাতিয়ে নেয়ার পর বাই রোটেশনে সবাই দু মাসের মধ্যে লোন পাবেন বলে আত্মগোপনে চলে যায়। আবার কখনো কখনো বিনা জামানতে ২ কোটি টাকা লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লোন পেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে ব্লাঙ্ক চেক হাতিয়ে নেয়। এরপর লোন প্রত্যাশী লোকজন লোনের জন্য ফোন দিলে মোবারক তাদের কে ব্রাকমেইলিং করতে থাকে। উল্টো লোন প্রত্যাশী ব্যক্তিদের সে বিভিন্ন ভাবে মোবাইলে ভয় দেখাতে থাকে যে আমার কাছে আপনার যে চেক জমা আছে তার প্রত্যেকটি চেকের অনুকূলে আমার ১০ লক্ষ টাকা করে পাওনা আছে। এসব কথা শুনে তখন লোন প্রত্যাশীরা বুঝতে পারে যে, তারা চিহ্নিত প্রতারক চক্রের পাল্লায় পড়েছে। তখন এদের মধ্যে অনেকেই প্রতারক মোবারক হোসেন নামে মামলা ও জিডি করলেও প্রতারক মোবারক থেকে যায় বহাল তবিয়তে। সপ্তায় সপ্তায় মাসে মাসে স্থান ও অফিস পরিবর্তন করে বলে থানা পুলিশও মোবারক সহ এই চক্রকে ট্রেস করতে হিমশিম খায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ নারায়ণগঞ্জ, সিলেট সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে বীরদর্পে এই চক্র তাদের প্রতারণার কার্যক্রম চালাতে থাকে ঠান্ডা মাথাতে। তাছাড়া এই প্রতারণামূলক কাজকে আরও ঝঞ্ঝাটমূক্ত করতে অফিসে টাঙিয়ে রেখে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি। তাছাড়া স্থানিয় ছাত্রলীগ ও যুবলীগের নাম ভাঙিয়ে কিছু পাতি নেতার ছত্রছায়ায় সে তার প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে।

 

মোবারক হোসেন এর ঢাকার আবাসিক ঠিকানা বনশ্রী ধানমন্ডি শংকরের কনকর্ড টাওয়ারে। সেখানেও তার ফ্লাটেও বেশ কিছু দ্বিতীয় শ্রেনীর মডেল ও কলগার্ল কে নিয়মিত আসাযাওয়া করতে দেখা যায়।

 

মহা প্রতারক মোবারক হোসেন আজ থেকে প্রায় দেড় বছর আগে এভাবে প্রতারনা করে ২০০ কোটি লুটে নিয়ে সাধারণ ব্যবসায়ীদের সর্বশান্ত করে হুন্ডির মাধ্যমে সেসব টাকা পাচার করে দেয় দুবাইতে। বর্তমানে তার এসব প্রতারণার টাকায় দুবাইতে ব্যবসা চালু রয়েছে বলেও জানা যায়। তার এসব প্রতারণার কাজে সার্বিক সহযোগিতায় থাকে রফিকুল ইসলাম নামের একজন এ্যাডভোকেট ও বিভিন্ন কথিত ব্রাঞ্চ ম্যানেজার, বডিগার্ড, পিএস, এপিএস, ড্রাইভার, কেয়ারটেকার, ক্যাশিয়ার, হিসাব রক্ষক পদপদবীর ভুয়া দালাল চক্র।

 

২০১২ সালেও সে ৩৬ কোটি টাকা প্রতারনার মামলায় গ্রেফতার হয় এবং রিমান্ডেও ছিলো। পরে আইনের ফাঁকফোকর গলে সে জামিনে বের হয়ে এসে আবারো প্রতারণার জাল বিস্তার করে। তার খানদানী ঠাটভাট আর খরচের বহর দেখে সাধারণ মানুষ তাকে বড় মাপের মানুষ ভাবতে থাকে । সে নিজেকে বিশাল বড় কেউকেটা প্রমাণ দিতে একেক সময় একেক গাড়ি ব্যবহার করে থাকে। তার কাছে বর্তমানে একটি প্রাডো গাড়িও আছে। যার নং- ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩১৬ । এছাড়া তার ব্যক্তিগত ব্যবহারের জন্য আরও দুটি দামি গাড়ি রয়েছে।

 

অনুসন্ধানে জানা যায় চাকরী প্রত্যাশী অপেক্ষাকৃত সুন্দরী যুবতীরা তার কাছে চাকরীর জন্য গেলে তাদেরকে সে তার অফিসে শর্ত সাপেক্ষে যোগদান করার ব্যবস্থা করে। পরবর্তীতে এইসব যুবতীদেরকে সে বিভিন্ন ক্লায়েন্টের কাছে পাঠিয়ে তাদের মনোরঞ্জন করাই বলেও জনশ্রুতি আছে।

 

এর আগে প্রতারক মোবারক হোসেন চক্র লাল মাটিয়াই বেশ কিছু দিন একটি বিলাসবহুলু অফিস ভাড়া নিয়ে সেখানে কোটি কোটি টাকা লুটপাট করে অফিস ভাড়া না দিয়েই রাতের আঁধারে পালিয়ে যায়। এরপর সে অফিস খোলে সুদুর সুনামগঞ্জ ও নারায়ণগঞ্জ উকিল পাড়াতে।

( এই প্রতারক চক্রের আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel