ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ অস্ট্রেলিয়ার টপ অর্ডারের ব্যাটাররা। তবে স্টিভেন স্মিথ-মার্নাস ল্যাবুশেনের ব্যাটে সে ধাক্কা সামলে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল অজিরা। তবে লোয়ার মিডল অর্ডারের কেউই ইনিংস বড় করতে পারেননি। ফলে শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তিনশো রানের আগেই অলআউট হয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শনিবার (৪ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের অধিনায়ক জস ব্যাটলার। আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৮৬ রানে থেমেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন মার্নাস ল্যাবুশেন। ইংলিশদের হয়ে ৫৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ক্রিস ওকস।