চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। শেষ চারের পথে এগিয়ে যেতে দুই দলের সামনেই জয়ের বিকল্প কোনো পথ খোলা নেই। এমন সমীকরণে বাঁচা মরার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করেও রাচিন রবীন্দ্রর রেকর্ড গড়া সেঞ্চুরি ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড।
এরপর ৪০২ রানের জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে পাকিস্তান। ফখর জামানের ঝোড়ো শতকে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে ফেলেছে তারা। তবে ফখর জামান ১০৬ ও অধিনায়ক বাবর আজম ৪৭ রানে অপরাজিত থাকার পর আহমেদাবাদে হানা দিয়েছিল বেরসিক বৃষ্টি। ডিএলএস মেথডের নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে ম্যাচ যদি আর মাঠে না গড়ায় তাহলে পাকিস্তান জয়ী হবে।
কারণ, বৃষ্টি আইনে কোনো ম্যাচের ফল পেতে হলে দ্বিতীয় ইনিংসে অন্তত ২০ ওভার ব্যাটিং করতে হয় প্রতিপক্ষকে। সে আইন অনুযায়ী পাকিস্তান এই শর্ত পূরণ করে ফেলেছে। ফলে বৃষ্টি না থামলেও ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হবে না। ডার্ক লুইস পদ্ধতিতে ২১.৩ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৫০ রান। সে টার্গেট পেরিয়ে ১০ রানে এগিয়ে আছে বাবর আজমরা। ফলে ম্যাচ যদি মাঠে না গড়ায়, তাহলে পূর্ণ ২ পয়েন্ট পাবে পাকিস্তান।
তবে শেষ খবর পাওয়া অনুযায়ী, আহমেদাবাদের আকাশে বৃষ্টির হানা থেমে গেছে। এখন মাঠকর্মীরা আউটফিল্ড শুকানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্রিকইনফোর তথ্যানুযায়ী, বৃষ্টির কারণে পাকিস্তানের ইনিংসে ৯ ওভার কমিয়ে আনা হয়েছে।
এর ফলে অনুমেয়ভাবে টার্গেটও কমে এসেছে পাকিস্তানের সামনে। বাবর আজমদের সামনে বৃষ্টি আইনে নতুন লক্ষ্য ৪১ ওভারে ৩৪২ রান। ফলে পাকিস্তানের এই ম্যাচ জিততে হলে ১১৭ বলে আরও ১৮২ রান করতে হবে, তাদের হাতে আছে ৯ উইকেট।