যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কর্ন্দপপুর মধ্যপাড়া এলাকার গ্রামীণ সড়কের পাশের একটি মাছের ঘের থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। কেশবপুর থানার উপপরিদর্শক আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুক্তাহিরুল হক বলেন, ওই বৃদ্ধাকে শুক্রবার সন্ধ্যার আগে এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। শনিবার সকালে মাছের ঘেরের পানিতে ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়।
কেশবপুর থানার উপপরিদর্শক আবুল হোসেন বলেন, অজ্ঞাত ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।