ঝিনাইদহের মহেশপুরে বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিপু’র পক্ষে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থক ও নেতাকর্মিরা।
বুধবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির আংশ হিসেবে আনিছুর রহমান টিপু’র পক্ষে কয়েক’শ মটর সাইকেল নিয়ে নেতাকর্মীরা বেলেমাঠ বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কোটচাঁদপুর শহরের বিভিন্ন সড়ক,খালিশপুর বাজার ও মহেশপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোটচাঁদপুর মেইন বাসস্টান্ডে এসে শেষ হয়। শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে কোটচাঁদপুর মেইন বাসস্টান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিপন মন্ডল,জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ,বীর মুক্তিযোদ্ধা আয়ুব হোসেন,নজরুল ইসলাম,মাহাতাব উদ্দিন,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহানেওয়াজ খোকন,মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আমিনুর রহমান,আলমগীর হোসেন,নাটিমা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আবুল খায়ের কবির,বাশবাড়ীয়া স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিল্টন ও সাধারন সম্পাদক সবুজ,নেপা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামীম রেজা আজমপুর ওযার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শওকত আলী,যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,যাদবপুর ইউনিয়নের ইউপি সদস্য মফিদুল ইসলাম,নাটিমা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ,সাবেক ছাত্রলীগ নেতা নবীছদ্দি,মহেশপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান প্রান্তসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ প্রমুখ।