মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আছকর আলী এন্ড শামসুন্নাহার বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার প্রস্তুতি নিয়ে শনিবার দিনব্যাপী এই চক্ষু শিবিরের আয়োজন করেন আছকর আলী এন্ড শামসুন্নাহার বেগম ফাউন্ডেশন।
শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামের শাহ্ মো: আছকর আলী বহুমুখী মাদ্রাসা এবং শামসুন্নাহার বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত চক্ষু চিকিৎসা সম্পর্কে পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় রোগীদের মাঝে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফ্রি চক্ষু শিবির কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
আছকর আলী এন্ড শামসুন্নাহার বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মো: সাজ্জাদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ চক্ষু হাসপাতালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. এম এ মতিন, শাহ্ মো: আছকর আলী বহুমুখী মাদ্রাসা ও শামসুন্নাহার বেগম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো: হোসেন আলী।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ মনির মিয়া, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ, সাংবাদিক নান্টু রায়, আব্দুস শুকুর, শামসুল ইসলাম শামীম, তরুণ সমাজ সেবক
শাহ্ মোঃ আজমীর আলী প্রমুখ।
ফ্রি চক্ষু শিবিরের উদ্যোক্তা আছকর আলী এন্ড শামসুন্নাহার বেগম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মো. সাজ্জাদ আলী বলেন, একেবারে মানবিক দৃষ্টিকোণ ও সেবার মন মানসিকতা নিয়ে এই চক্ষু শিবিরের আয়োজন করেছি। আমরা প্রবাসে থাকি, সেখানে যে টাকা উপার্জন করি তার একটা অংশ দেশের মানুষের কল্যাণে খরচ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তিনি আরো বলেন, প্রবাসে যারা ভালো অবস্থানে আছেন, তারা যদি সাধ্য অনুযায়ী দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে বাংলাদেশের মানুষ একদিন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে।