ষষ্ঠ ধাপে সারাদেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ১টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩০অক্টোবর) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মসজিদের উদ্বোধন করেন।
জাজিরা উপজেলা পরিষদে নির্মিত দৃষ্টি নন্দন মডেল মসজিদের ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মদ, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তারসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারী কর্মকর্তা বৃন্দ।
শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মদ জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে নির্মিত এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের রক্ষনাবেক্ষন করতে হবে। কেন না যারা এসব মসজিদের দায়িত্বে থাকবেন তাদের অবহেলার কারনে যেন মসজিদের কোন কিছুই নষ্ট হয়ে না যায়।