নওগাঁর আত্রাইয়ে দুই মামলায় ১১ জনকে আটক করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আত্রাই থানার এসআই ফরিদ হোসেন ও ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার ২৮ অক্টোবর দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা হতে তাদের আটক করেন।
২০২২ সনের ২৫ নভেম্বর তারিখের আত্রাই থানার মামলা নং ২১ মতে আটককৃতরা হলো উপজেলাধীন মাগুড়াপাড়ার তরিকুল ইসলাম(৫৭) ভবানীপুর গ্রামের সুলতান (২৬) ব্রজপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩২) হাটকালুপাড়া গ্রামের খোরশেদ আলম (৪৪) সন্যাসবাড়ী গ্রামের আনোয়ার হোসেন (৪৫) নওদাপাড়া গ্রামের সাদ্দাম হোসেন (২৫)।
অপরদিকে ২০২৩ সনের ১৭ আগষ্ট তারিখে আত্রাই থানার মামলা নং ১৮ মোতাবেক আটককৃতরা হলো উপজেলাধীন ভোঁপাড়া গ্রামের আব্দুর রশিদ (৪১) ও রবিন শাহ (৪২) ব্রজপুর গ্রামের ফজলুল হক প্রাং (৫০) সাহেবগঞ্জ গ্রামের জহুরুল আলম(৪৭) এবং রাজশাহীর বাগমাড়া উপজেলার দ্বীপপুর গ্রামের রাকিব উদ্দিন (২৩)।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শনিবার দিবাগত রাতে অভিযার চালিয়ে দুই মামলায় ১১ জনকে আটক করা হয়। আটককৃতদের ২৯ অক্টোবর রোববার নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর ....