মিরপুর উপজেলা জাসদের উদ্যোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্ব প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা রোকনুজ্জামান রোকন ৷
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু ৷
মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক আনসার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ।