RAB ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ মে ২০২২ তারিখ ১৩.০০ ঘটিকা হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত র্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বনপ্রানী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তাদের সহযোগীতায় নড়াইল জেলার লোহাগড়া থানার অন্তর্গত নিরিবিলি পিকনিক স্পটে মোবাইল কোর্ট পরিচালনা করে ১। ০১টি মেছোবিড়াল, ২। ০১টি অজগর, ৩। ০২টি বানর, ৪। ১০টি ভাল্লুক অবৈধভাবে নিজ দখলে রাখার দায়ে বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৪০,৩৪(খ) ধারা মোতাবেক মোঃ সাহিদুল ইসলাম(৪৫), পিতা-মোঃ ইলাহান উদ্দিন মোল্লা, সাং-মূলদাহির, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল’কে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে। পরবরর্তীতে আটককৃত বন্যপ্রানী সমূহ বন্যপ্রানী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত বন্যপ্রানী সমূহ অচীরেই বিধি মোতাবেক সুন্দরবনে অবমুক্ত করা হবে।
অভিযুক্ত ব্যক্তি মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা বাবদ আদায়কৃত অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করেন।