ভারত ফিলিস্তিনের জনগণের জন্য চিকিৎসা সহায়তা এবং দুর্যোগ ত্রাণ সামগ্রীসহ মানবিক সাহায্য পাঠিয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসা সহায়তার মধ্যে জরুরী চিকিৎসা পরিস্থিতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ এবং অস্ত্রোপচারের সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তরল ও ব্যথানাশক ওষুধ।
ত্রাণসামগ্রী বহনকারী ভারতীয় বিমান বাহিনীর সি-১৭ বিমানটি সকাল ৮ টায় হিন্দন বিমানঘাঁটি থেকে রওনা হয়েছে। এটি বিকাল ৩টায় মিশরের এল-আরিশ বিমানবন্দরে অবতরণ করবে।
অরিন্দম বাগচি এক্সে বলেছেন, ভারত ফিলিস্তিনের জনগণের জন্য মানবিক সাহায্য পাঠিয়েছে। ফিলিস্তিনের জনগণের জন্য প্রায় ৬.৫ টন চিকিৎসা সহায়তা এবং ৩২ টন দুর্যোগ ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বিমানবাহিনীর একটি ফ্লাইট মিশরের এল-আরিশ বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে৷ ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ, অস্ত্রোপচারের জিনিসপত্র, তাঁবু, স্লিপিং ব্যাগ, টারপলিন, স্যানিটারি ইউটিলিটি, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, এখানে প্রায় ২ মিলিয়নেরও বেশি লোক রয়েছে। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার প্রয়োজন অনেক বেশি।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক নাগরিকরা।