ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন চলছেই। দিনরাত অনবরত চলছে বোমা হামলা। ভয়াবহ মানবিক সংকটে সৃষ্টি হয়েছে ফিলিস্তিনে। হামলার ১৭তম দিনে বোমাবর্ষণ আরও তীব্র করেছে ইসরাইল। ভয়াবহ বোমা হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১৮২ শিশুসহ ৪৩৬ ফিলিস্তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার স্থিতিশীলতার লক্ষ্যে কানাডা, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি এবং ফরাসি নেতার সঙ্গে কথা বলেছেন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র স্থল হামলা বিলম্বিত করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। খবর আলজাজিরা, বিবিসি এবং রয়টার্সের।
তারা বরং ঘোষণা দিয়ে গাজা ভূখণ্ডে বোমা হামলার মাত্রা কয়েকগুণ বাড়িয়েছে। রোববার রাতেই তারা ৩২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বিমান হামলায় নিহতদের অধিকাংশই নারী, শিশুসহ সাধারণ ফিলিস্তিনি।
ইসরাইলি বিমানবাহিনীর বোমা হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই বর্বরতার বিরুদ্ধে আরব বিশ্ব প্রতিবাদ করছে, অন্যদিকে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। কিন্তু ইসরাইলি বাহিনী নির্বিচারে শিশু ও নারীদের হত্যা করে চলছে।