ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং আগ্রাসন বন্ধের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সাড়ে চারটার দিকে সদর বাজারে ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
সাড়ে চারটার দিকে ঝিনাইগাতী বাজার জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধানহাটি মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা রহুল আমিন।
সমাবেশে ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ইত্তেফাকুল উলামা ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ হাফেজ ফয়জুল হাসান, স্থানীয় মাওলানা মুফতি রবিউল ইসলাম, মাওলানা মুফতি সাইফুল ইসলাম, সাংবাদিক ও সদর ইউপি সদস্য ও মানবাধিকারকর্মী সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিানকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এছাড়া ইসরায়েলের সব ধরনের পণ্য সামগ্রী বর্জনের দাবি তোলা হয়। ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশে। সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।