চাল,তেল,ডাল,পেঁয়াজসহ নিত্যপ্রোজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
শনিবার ১৪ মে শহরের শহীদ মিনার এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের পরিচালনায় – বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সদস্য সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা , জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিন বকস,পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু ,জেলা বিএনপিসহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল,জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি স্বাগত কিশোর দাস,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া,পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ,সেলিম মোঃ সালাউদ্দিন প্রমুখ।
এ জাতীয় আরো খবর ....