রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন রানা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগ্নে নিশাদ জানান, বেলাল হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিস শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাইওভারের উপরে পিকআপ ভ্যান তার মটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বেলাল হোসেন নোয়াখালীর চাটখিল থানার সাহাপুর গ্রামের নবীবুল্লাহ চৌধুরীর ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর সানারপাড় এলাকায় বসবাস করছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।