মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেছেন গ্রামে গ্রামে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের কথা ভোটারদের বোঝাতে হবে। ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে নৌকার প্রার্থী কে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে হবে।
দেশী বিদেশী সকল যড়যন্ত্র মোকাবিলা করে দেশরত্ন শেখ হাসিনার বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি স্বরুপপুর ইউনিয়ন এর দত্তনগর, কুশাডাঙ্গা ও কুসুমপুর বাজারে গনসংযোগ ও মত বিনিময়ে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাবেক সভাপতি আলতাফ হোসেন, মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক ও মহেশপুর পৌরসভার কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা নিখিল কুমার গাঙ্গুলী, মিশন হোসেন, প্রমুখ।