নির্বাচন আর কদিন বাকি
দিলীপ দাদা হাসছে,
ঝাঁকে ঝাঁকে নেতাকর্মী
দল বেঁধে আসছে।
দিলীপ দাদা ভালো মানুষ
তাকেই সবাই চাই,
দেশের সেরা নৌকা প্রতীক
দাদা যদি পাই।
চুয়াডাঙ্গা জেলা জুড়ে
দাদার ভীষণ নাম,
নৌকার মাঝি দাদাই হবেন
রাখবে সবার মান।
গরীব দুঃখীর বন্ধু দাদা
গড়ছে লীগের ঘাঁটি,
চুয়াডাঙ্গায় জন্ম দাদার
মানুষ ভীষন খাঁটি।
দাদা বলেন এই জেলাকে
স্মার্ট জেলা গড়বেন,
প্রধানমন্ত্রীর কাছে তিনি
দাবী তুলে ধরবেন।
দিলীপ দাদা সবার কাছে
নৌকার ভোট চাচ্ছেন,
বলছে সবাই দাদা এবার
মনোনয়ন পাচ্ছেন।
আমজনতা সবার আশা
পূরণ যেন হয়,
স্লোগানে মাতবে সবাই
জয় বাংলার জয়।