বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ভিকি-ক্যাটরিনা। তবে ঘরে স্ত্রী ক্যাটরিনা নাকি বেশ শাসনেই রাখেন ভিকিকে। এ কথা নিজের মুখেই স্বীকার করেছেন এই অভিনেতা। এবার বক্স অফিসেও লড়াইয়ে মুখোমুখি তারা।
বরাবরই ক্যাটের সঙ্গে পেশাগত জীবন নিয়ে খোলামেলাভাবে আলোচনা করেন ভিকি। এমনকি প্রয়োজনে স্ত্রীর কাছ থেকে পরামর্শও নেন ভিকি, আর ক্যাটও ভুল ধরিয়ে দেন অভিনেতার। মাঝেমধ্যে তো ক্যাটের ভয়ে বাড়িতে নাকি কাঁটা হয়ে থাকেন ভিকি!
জানা গেছে, চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাচ্ছে সালমান খান ও ক্যাটরিনার সিনেমা ‘টাইগার থ্রি’। একই বছরের শেষের দিকে মুক্তি পাবে শ্রীরাম রাঘবন পরিচালিত সিনেমা ‘মেরি ক্রিসমাস’। সেই সিনেমায় ক্যাটরিনার সঙ্গে আরও রয়েছেন, বিজয় সেতুপতি, রাধিকা আপ্ত।
অন্যদিকে আগামী ১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ভিকির সিনেমা ‘স্যাম বাহাদুর’। আগেও ক্যাটের সিনেমা, পরেও তাই। তাই বক্স অফিসের লড়াইয়ের আগে কি চাপে রয়েছেন ভিকি— এমন প্রশ্ন ডালপালা মেলেছে ভক্তদের মনে।
এখন এটাই দেখার পালা বক্সঅফিস মাতাবেন কে ভিকি না ক্যাটরিনা? সেটা দেখতে মুখিয়ে রয়েছে সিনেমাপ্রেমীরা।