বর্ষা মৌসুমে মশার উৎপাত বাড়তে পারে এমন আশঙ্কা সামনে রেখে আবারও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা।
ইতিমধ্যে পৌরসভার ৯ টি ওয়ার্ডের মাঝে কয়েকটি ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি শেষ করা হয়েছে। বাকিগুলি ও খুব দ্রুত শেষ করবে বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
শুক্রবার (১৩ মে) দুপুরে পৌর এলাকায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের অলি-গলি এবং ড্রেনে কাঁধে মেশিন নিয়ে মশক নিধন স্প্রে ছিটাচ্ছেন পৌরসভার কর্মীরা।
এসময় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর এম এ সালামকে এসব কার্যক্রম তদারকি করতে দেখা গেছে।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু জানান, কিছুদিন আগেও পুরো পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বর্ষা সামনে রেখে আবারও মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে।
এ জাতীয় আরো খবর ....