রাজশাহীতে ভুয়া কাগজপত্র দিয়ে ব্যবসায়ী ভিসার আবেদন জমার সময় ২ জনকে আটক করা হয়েছে। সোমবার ( ৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর ভারতীয় ভিসা সেন্টার থেকে তাঁদের আটক করা হয়। আটকরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদীর মো. জমির ও মো. সুমন।
রাজশাহীর ভারতীয় ভিসা সেন্টারের সুপারভাইজর বিপ্লব কুমার সাহা জানান, জাল কাগজপত্র দিয়ে ব্যবসায়ী ভিসার জন্য আবেদন করেন মো. জমির ও মো. সুমন। তবে কাগজপত্র যাচাইয়ের সময় দেখা যায় তাদের দেওয়া প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ভুয়া, কাজেই তাঁদের পাসপোর্ট জব্দ করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাঁদের আটক করে।
বিপ্লব কুমার সাহা আরও জানান, ভুয়া কাগজপত্র দিয়ে ভিসার আবেদন আগের চেয়ে কিছুটা বেড়েছে, তাই ভিসা সেন্টারে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস ভালোভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এতে ধরা পড়ছে জালিয়াতি। এ জন্যই মুলত ভিসা দিতে দেরি হচ্ছে।
গ্রেফতারকৃতরা জানান, ব্যবসায়ী ভিসা পেতে ঈশ্বরদীর কামাল নামে এক দালালের মাধ্যমে ১৫ হাজার টাকার চুক্তি করেছিলেন তাঁরা। এর আগেও একই দালালের মাধ্যমে দুবার ব্যবসায়ী ভিসা করিয়েছিলেন জমির ও সুমন। তৃতীয়বার ভিসার আবেদন করতে গিয়ে ধরা পড়েন তাঁরা।
ঘটনার ব্যাপারেবোয়ালিয়া মডেল থানার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, ভিসা সেন্টারের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। ২ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হবে।