বাড়ানো হল কিং খানের নিরাপত্তা। প্রাণনাশের হুমকি পাওয়ার পর শাহরুখকে Y+ নিরাপত্তা দিচ্ছে ভারতের মহারাষ্ট্র সরকার।
পুলিশ সূত্রে প্রকাশ, “জওয়ান” ও “পাঠান” ২ টি ছবিই বক্স অফিসে ঝড় তুলেছে। ছবি ২টি ১ হাজার কোটির ব্যবসা করতেই হুমকি পাচ্ছেন কিং খান। খুনের হুমকি পেতেই লিখিত অভিযোগ জমা দেন অভিনেতা। নিরাপত্তা বাড়ানোর আর্জি ও জানান।
গত ৫ অক্টোবর মহারাষ্ট্র সরকারের তরফে ও জানানো হয়, শাহরুখের নিরাপত্তা বাড়ানো হবে শীঘ্রই। জানা যায়, এবার থেকে দেহরক্ষী হিসেবে ৬ জন পুলিশ কমান্ডো পাবেন শাহরুখ। তাঁর নিরাপত্তায় রাখা থাকবে এমপি-৫, একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও গ্লক পিস্তল। এছাড়াও তাঁর বাসভবন পাহারা দেবেন ৪জন সশস্ত্র পুলিশ।