খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবিতে মাগুরায় বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ সোমবার দুপুরে মাগুরা জেলা বিএনপি’র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শহরের ইসলামপুরপাড়া দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের জুতাপট্রি, চৌরঙ্গী মোড়, কলেজ রোড হয়ে ভায়না মোড়ে পথ সভায় মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আকতার হোসেন, গত নির্বাচনে মাগুরা-১ আসনের ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান প্রমূখ।
বক্তরা বলেন, অবিলন্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন না দিলে গন আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করা হবে।