বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতেছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি দলপতি প্যাট কামিন্স।
চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
ডেঙ্গু আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না ভারতীয় ব্যাটার শুভমান গিলের। অপরদিকে ম্যাচের আগের দিন চোট পেলেও সেটি সেরে ওঠায় অজিদের একাদশে জায়গা করে নিয়েছেন অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেইন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচভেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হেইজলউড।
ভারত একাদশ : রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, জশপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।