পুলিশকে তথ্য দিন- পুলিশের সেবা নিন এই শ্লোগান সামনে রেখে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।
শনিবার (৭ অক্টোবর) বিকেলে থানা প্রাঙ্গণে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে
ও থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়, আশিদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, নারী কাউন্সিলর তানিয়া আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এ জাতীয় আরো খবর ....