অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে ৩৫ দিন পর আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম।
গত ৩ সেপ্টেম্বর থেকে আজ ৭ অক্টোবর পর্যন্ত অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।
এ সময়ে জরুরি মামলা-সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি এবং বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে দেওয়া অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। আপিল বিভাগে জরুরি বিষয়াদি শুনানির জন্য চেম্বার কোর্টে বিচারিক কার্যক্রমে পরিচালিত হয়।
নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামীকাল রোববার আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু করবেন। এ দিন তাকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি ওবায়দুল হাসান।