হালকা বৃষ্টিতে কপোতক্ষ নদে ধসে পড়েছ মহেশপুরের পৌরসভার সামনের বাইপাস সড়কটি। আর এতেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরজমিনে দেখা গেছে, পৌরসভার সামনে দিয়ে যাওয়া আন্চিলিক সড়কটির ৩০ মিটার জায়গা ধসে পড়েছে। এর ফলে যানচলাচল ব্যাহত হয়ে পড়েছে।আন্চলিক সড়ক ও বাইপাস সড়ক হিসাবে পরিচিত উপজেলার বৃহৎ অংশের নিয়মিত যাতায়াতের জন্য এই সড়ক ব্যাবহার করে থাকে তাই বাড়ছে দূর্ঘটনার আশংকা।বাইপাস সড়ক ধসের কারনে পৌর শহরের সড়ক গুলোতে সৃষ্ঠ হচ্ছে যানজট।
প্রত্তক্ষদর্শীরা জানান সড়ক রক্ষায় কোন বাধা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কটি ধসে পড়ছে।এ ব্যাপার পৌর মেয়র এর দৃষ্টি আকর্ষন করা হলে জানান আমি যথাযথ কর্তৃপক্ষকে জানানোর পরেও এখন পর্যন্ত কোন ব্যাবস্হা গ্রহন করেনি।