আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪ টায় জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের উদ্যোগে শহীদ শামসুজ্জোহা গড়গড়ি-গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নানের সভাপতিত্বে ও আবদুল হান্নান মাষ্টারের সঞ্চালনায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন জসি, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রতনুজ্জামান। ১৬ টি দলের অংশগ্রহণের মাধ্যমে ফাইনাল খেলাটি, গোয়ালবাড়ি একাদশ এবং অঘরনাথ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। গোয়ালবাড়ি একাদশ ৫-৩ গোলে অঘরনাথ একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারির দায়িত্ব পালন করেন ইয়াকুব আলী, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হৃদয় ও আলমগীর।ধারা ভাষ্যকার হিসাবে দায়িত্ব পালন করেন বিপন। খেলা শেষে অতিথি বৃন্দ পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ছাগল এবং রানার্সআপ দলের হাতে ভেড়া তুলে দেন।