পশ্চিমবঙ্গের পড়ুয়ার রহস্যজনক মৃত্যু। নিউটাউনে ভাড়াবাড়িতে খাটের নিচ থেকে উদ্ধার হল পড়ুয়ার সুইকেসবন্দি মৃতদেহ। মৃত পড়ুয়ার নাম সাজিদ হোসেন (১৯)। পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগর থানার ১৬ মাইল গ্রামের বাসিন্দা সাজিদ নিটপরীক্ষার প্রস্তুতি নিতে কলকাতায় এসেছিলেন। নিউটাউনের মহিষবাথানের বক্সব্রিজের কাছে ভাড়া থাকতেন তিনি।
জানা যায়, ৪ অক্টোবর থেকে সাজিদের সঙ্গে পরিবারের লোকেরা যোগাযোগ করতে পারছিলেন না। বৃহস্পতিবার (৫ অক্টোবর ) সকালে কলকাতায় আসেন সাজিদের বাবা। নিউটাউন থানায় মিসিং ডায়েরি করেন।
পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (৫ অক্টোবর ) বিকেলে সাজিদের বাবার মোবাইলে একটি ছবি পাঠানো হয়। সে ছবিতে দেখা যায়, সাজিদের মুখে সেলোটেপ লাগানো। সঙ্গে ৩০ লক্ষ টাকা মুক্তিপন চাওয়া হয়। কিছুক্ষণ পর যদিও ছবিটি ডিলিট করে দেওয়া হয়। শুক্রবার (৬ অক্টোবর ) সকালে ভাড়াবাড়ির খাটের নিচে সুইকেসে মেলে সাজিদের মৃতদেহ।
পুলিশের প্রাথমিক অনুমান, সাজিদকে খুন করা হয়েছে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।