আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, বিশ্বকাপের বাছাই, ক্লাব ফুটবল। টানা ম্যাচের ভেতর থাকাটা রীতিমতো কাল হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। আর্জেন্টিনার হয়ে বাছাইপর্বের ম্যাচে খেললেও মেসির খেলা হয়নি মায়ামির হয়ে শেষ পাঁচটি ম্যাচের চারটিতেই।
আর সে কারণেই আর্জেন্টিনার আসন্ন দুটি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে শঙ্কা ছিল বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে নিয়ে। তবে শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে তাকে রেখেই প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ৩৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
বাছাইপর্বের এই দুই ম্যাচের জন্য মেসিকে দলে রাখা হলেও ছিটকে গেছেন আনহেল ডি মারিয়া।
ইনজুরির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা এই ফুটবলারকে। মারিয়া ছাড়াও বাদ পড়েছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
এদিকে দলে ফিরেছেন পাওলো দিবালা, মার্কোস আকুইনা, লুকাস ওকাম্পোসের মতো ফুটবলাররা।
আগামী ১২ অক্টোবর প্যারাগুয়ে ও ১৭ অক্টোবর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা স্কোয়াড : এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো, ওয়ালতার বেনিতেস, হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুলেন মলিনা, হেরমান পেসুয়া, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্তিনেস, নিকোলাস ওতামেন্ডি, মার্কো পেয়েগ্রিনো, মার্কোস আকুইনা, নিকোলাস তালিয়াফিকো, লুকাস এসকেভেল, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল, এজেকেল পালাকিওস, কার্লোস আলকারাজ, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, ব্রুনো সাপেয়ি, পাওলো দিবালা, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেস, ফাকুন্দো ফারিয়াস, লুকাস বেলত্রান, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনসালেস, লুকাস ওকাম্পোস।