লালমনিরহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ের খেলায়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে ফুটবল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্ধব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর)সকালে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্টেশন রোডস্থ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ফুটবল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট বালক ( অনূর্ধ্ব) ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনূর্ধ্ব) ১৭ ( উদ্বোধনী অনুষ্ঠানে) লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুনার্মেন্টের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহসেনা বেগম মিনা, সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান নয়নসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে বালিকা ৫টি লালমনিরহাট পৌরসভা বাইসহ মোট ৬টি দল অংশগ্রহন করেন দলগুলো সদর লালমনিরহাট পৌরসভাবাই, সদর উপজেলা লালমনিরহাটবাই,পাটগ্রাম উপজেলা, হাতিবান্ধা উপজেলা, কালীগঞ্জ উপজেলা, আদিতমারী উপজেলা একই নিয়মে বালকদল অংশগ্রহণে এখেলা হবে আগামী ৭(অক্টোবর) ২০২৩ এ বিকেলে।
উদ্বোধনী খেলায় বালিকা (অনূর্ধ্ব ১৭) পাটগ্রাম উপজেলা ফুটবল একাদশ ও আদিতমারী উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহন করে ৮-০ গোলে আদিতমারী উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে। পরের খেলায় পাটগ্রাম উপজেলা ফুটবল ও আদিতমারী উপজেলা ফুটবল একাদশ বালক( অনূর্ধ্ব ১৭)র অংশগ্রহণে আদিতমারী উপজেলা ফুটবল একাদশ ৩-১ গোলে পরাজিত করে পাটগ্রাম উপজেলা ফুটবল একাদশকে।